যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দীন আলবানী রাহি -এর ‘মাসীহ দাজ্জালের কিস্সা’ পুস্তকটি বাংলা ভাষায় অনুবাদ করতে পেরে সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। পৃথিবীর বুকে যত ফিতনা ঘটেছে এবং ক্বিয়ামাতের পূর্ব পর্যন্ত ঘটবে তার মধ্যে কানা দাজ্জালের ফিতনাই সবচেয়ে ভয়ঙ্কর। তাই সমস্ত নাবী-রাসূলগণ স্বীয় উম্মাতকে দাজ্জাল সম্পর্কে সর্তক করে গেছেন। কাজেই মুসলিমদের এ বিষয়ে সঠিক ও স্বচ্ছ ধারণা থাকা একান্তই জরুরী। এই পুস্তকে আল্লামা নাসিরুদ্দীন আলবানী রাহি প্রথমে দাজ্জাল সম্পর্কে আবু উমামাহ্ বর্ণিত একটি বৃহৎ হাদীস উল্লেখ করেন। অতঃপর তিনি হাদীসের বক্তব্যগুলোকে মোট ৪৯টি অংশে ভাগ করেন এবং প্রতিটি অংশকে এক একটি অনুচ্ছেদ বা ধারা গণ্য করে তার সমর্থনে অন্যান্য সাহাবায়ি কিরামগণ থেকে যেসব হাদীস বর্ণিত হয়েছে সেসব হাদীস একত্র করে তাহক্বীক্বের মাধ্যমে হাদীসগুলোর অবস্থান তুলে ধরেন। পরিশেষে দাজ্জাল সম্পর্কিত হাদীসসমূহ থেকে যা কিছু সহীহভাবে বর্ণিত হয়েছে তা তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেন। শাইখ আলবানী রাহি যেভাবে তাঁর লিখনিকে সাজিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। পুস্তকটি পাঠের মাধ্যমে একদিকে দাজ্জাল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা যাবে, অপরদিকে দাজ্জাল সম্পর্কে যেসব ভুল ধারণা ছিল এবং যঈফ ও ভিত্তিহীন বর্ণনা রয়েছে তাও অবগত হওয়া যাবে। এই গবেষণামূলক চমৎকার লিখনির জন্য আমরা সম্মানিত শায়খের প্রতি কৃতজ্ঞ।