চয়ন

লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
লেখক : আবু তাসমিয়া আহমদ রফিক

Publisher: SEAN Publication

Page - | stock - 0 | পেপার ব্যাক


0 Review

220   210 (You Save ₹10)

বর্তমানে এই বইটির মুদ্রিত কপি আমাদের কাছে নেই । বইটি আমাদের কাছে এভেইলেবল হলে what's app / E-mail এর মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর স্টক (Notify Me) এ ক্লিক করুন।

Product Specification & Summary


শুধুই সামাজিক সম্মানের কারণে, নিজের আত্মতৃপ্তির কারণে, পড়াশোনা করেছি বলেই প্রয়োজনীয় ইসলামি জ্ঞানে পিছিয়ে থেকে, নিজের সন্তানদের টিভি আর কাজের মানুষের কাছে বড় হতে দিয়ে, আল্লাহ অসন্তুষ্ট হন এমন পরিবেশে বাইরে কাজ করতে যাওয়াটা কি আমাদের দুনিয়া বা আখিরাতে কল্যাণ বয়ে আনতে পেরেছে? সম্মান কি সত্যিই আমরা পেয়েছি এর মাধ্যমে? অফিসে উচ্চপদে চাকরি করেও ঘরে ফিরে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হওয়ার চিত্র তো অহরহ দেখা যায়! তা যদি নাও হয়, অনেকেই সন্তানদের যথেষ্ট সময় দিতে না পারার মনোকষ্টে ভোগেন। সেই সাথে নিয়ন্ত্রণহীন টিভি দেখে ও মায়ের সাহচর্য ছাড়া বড় হয়ে বাচ্চারা যে অসংখ্য ভুল জিনিস শিখছে, সেই বিপদ তো আছেই। তবুও সামাজিক মর্যাদার কথা ভেবে চাকরির মোহ কাটানো হয়ে ওঠে না আমাদের। ভেবে দেখেছি কি, দুনিয়ার ফাঁদে পড়ে এই স্বল্প সময়ে আখিরাতের জন্য আমরা তাহলে কী সংগ্রহ করছি? সম্মান শুধুই পাওয়া সম্ভব সম্মানের মালিকের সাথে মজবুত সম্পর্ক স্থাপনের মাধ্যমে। আমরা এখন সমাজের এমন একটা অবস্থা তৈরি করেছি যে, পড়ালেখা করে চাকরি না করলে বা কম ডিগ্রি অর্জন করে গৃহিণী হলে আমরা মনে করি সে বুঝি মেধাহীন, অকর্মণ্য। প্রশ্ন ছুঁড়ে দিই তার দিকে, “সারাদিন ঘরে বসে কী করো?” হ্যাঁ, যারা আসলেই গৃহিণী হয়ে টিভির সিরিয়ালগুলো দেখে সময় নষ্ট করছেন, তারা আল্লাহর কাছে সময়ের হিসাব কিভাবে দেবেন, তা ভেবে দেখা প্রয়োজন। কিন্তু যে গৃহিণীর দিনভর অক্লান্ত পরিশ্রমে তার সংসারে শান্তি-শৃঙ্খলা বজায় আছে, তাকে আপনি-আমি ছোট করে দেখার কে? . … এই মডারেট মুসলিমদের মধ্যে এমন লোকও আছেন যারা মেয়েদের গা থেকে ওড়না টেনে খুলে ফেলেছেন, মেয়েদের বোরকা নিয়ে পুড়িয়ে ফেলেছেন, মেয়েদের ঘরবন্দী করে রেখেছেন কেবল এরা সভ্য সমাজে চলার উপযোগী নয় বলে। অনেক ছেলেই বেয়াদব হয়ে যায় শুধু বাবা, চাচা কিংবা দাদার আগে দাড়ি রাখার কারণে! বিয়ের সময় এদের জন্য পছন্দমতো মেয়ে খুঁজে বের করা মুশকিল হয়ে যায়; কারণ মেয়ে পরিবারের পছন্দ হলে ছেলের পছন্দ হয় না, ছেলের পছন্দ হলে পরিবারের পছন্দ হয় না। অন্যদিকে আছে ইসলামপন্থীদের সোনার পাথরবাটির সন্ধান। ছেলে সুন্দর এবং স্মার্ট হতে হবে, কিন্তু দাড়ি থাকার কারণে মেয়ে না করে দেবে; ছেলে শিক্ষিত এবং পয়সাওয়ালা হতে হবে, কিন্তু অবৈধ ইনকাম করতে পারবে না; শুধু ছেলে নয় ছেলের পরিবারকেও ইসলাম বিশেষজ্ঞ হতে হবে, চর্চা থাকুক বা না থাকুক। আর মেয়ে হলে তো কথাই নেই। মেয়ে পর্দা করবে কিন্তু তাকে দেখতে নায়িকার মতো হতে হবে; মেয়ের বাপভাই থাকতে হবে এবং তাদের যথেষ্ট পয়সাওয়ালা হতে হবে; মেয়ে ছেলের পরিবার এবং তাকে উভয়কেই চমৎকৃত করতে হবে। আমরা কবে ইসলামের আসল স্পিরিটটা বুঝব? . একটি বিখ্যাত কথা আছে ইংরেজিতে, “You Are Free To Choose, But You Are Not Free From The Consequence Of Your Choice. অর্থাৎ পছন্দের ক্ষেত্রে আপনি স্বাধীন হলেও পছন্দের ফলাফল মেনে নিতে আপনি বাধ্য। অনেক তালা যেমন আছে অনেক চাবিও আছে তেমনি। আপনি কোন তালা খুলতে চান, কোন পথে যেতে চান, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কিন্তু সে পথ যেখানে গিয়ে মিশেছে, আপনি সেখানেই গিয়ে পৌঁছুবেন। পথ অনেক। স্পষ্ট নরকের পথ যেমন আছে; তেমনি আছে দেখতে স্বর্গের পথের মতো কিন্তু কার্যত নরকের অনেক মত-পথ। কেবল মাত্র একটি চাবি সঠিক তালার, একটি পথ ইসলামের, যার গন্তব্য আমাদের আদি নিবাস জান্নাত। একটি আসলের যদি একটি নকল হতো তাও মানুষ বেঁচে যেত; কিন্তু একটি আসলের যখন অনেকগুলো নকল হয়ে যায়, তখন বিভ্রান্তিই হয়ে ওঠে সাধারণ চিত্র। সব নকলের ভিড়ে আসলটি, আসল পথটি, আসল চাবিটি বেছে নেওয়ার জন্য আমাদের এ বইটি কিছুটা সহায়ক হবে আশা করি, ইনশা আল্লাহ।
Title চয়ন
Author ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher SEAN Publication
Edition New Edition
Number of Pages
Country Bangladesh
Language Bengali
Weight 300 Gram
Dimension 21cm x 15cm x 1cm

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী


ড. মোহাম্মদ মানজুরে ইলাহী মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী’আহ অনুষদে ১৯৮৮ সাল হতে ২০০২ সাল পর্যন্ত অধ্যয়ন করেছেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী প্রাপ্ত তিনিই প্রথম বাংলাদেশী। তিনি মদীনার প্রখ্যাত যে সকল শাইখের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন - শাইখ ড. আবদুল মুহসিন আল-’আব্বাদ, ড. আবদুল ‘আযীয আশ-শিবল, ড. মুহাম্মাদ খলীফা আত-তমীমমী, ড. মুহাম্মাদ আল-মুখতার ইবন মুহাম্মাদ আল-আমীন আশ-শানকীতী, ড. আব্দুল্লাহ আত-তুরাইকী, ড. মুহাম্মাদ ইবন মুহাম্মাদ আল-মুখতার ও ড. সুলাইমান আর-রুহাইলী প্রমুখ। আর যাদের শিক্ষামূলক আলোচনা, লেকচার, হালাকা ও দারসে তিনি সরাসরি বসেছেন তাদের মধ্যে রয়েছেন- শাইখ আবদুল ’আযীয ইবন বায, শাইখ মুহাম্মাদ ইবন সালিহ আল-ফাওযান, শাইখ সালিহ আল-লুহাইদান, ড. আবদুল্লাহ আল-গুনাইমান, ড. সালিহ আস-সুহাইমী ও ড. আবদুল রাযযাক আল-’আব্বাদ প্রমুখ। মদীনার শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি ছিলেন জ্ঞানপিপাসু। সহী জ্ঞানের সন্ধানে তিনি সৌদি আরবের বড় বড় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যেমন কাটিয়েছেন দিনের পর দিন, তেমনি দেখা করেছেন অনেক শাইখ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসরদের সাথে। হজ্জ ও ‘উমরার মৌসুমে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশ থেকে আগত দেশবরেণ্য ’উলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও মুফতীগণের সাথে। তাদের জ্ঞানের নানামুখী দীপ্তি ও অভিজ্ঞতা দ্বারা তিনি সমৃদ্ধ হয়েছেন। শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ ও তার সুযোগ্য দুই ছাত্র ইবনুল কাইয়্যিম ও ইবন কাসীরের লেখা জ্ঞান সমৃদ্ধ রচনাবলী থেকে তিনি মণি-মুক্তা আহরণ করেছেন, প্রভাবিত হয়েছেন এবং উদ্দীপ্ত হয়েছেন। মদীনায় তিনি কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অনুসন্ধানে ব্যাপৃত ছিলেন এবং সালাফে সালেহীন তথা সাহাবায়ে কেরাম, আয়িম্মাতুল হুদা ও তাদের অনুসারী মুহাক্কিক ‘উলামায়ে কেরাম ইসলামের যে সত্য ও সঠিক পথের নির্দেশনা দিয়েছেন, সে আলোকে তিনি তার আলোচনা, গবেষণা ও লেখনি চালিয়ে যাওয়ার অবিরাম চেষ্টা করে চলেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এখানে তার তত্ত্বাবধানে বহু গবেষক এম. ফিল. ও পিএইচডি করছেন। জাতীয় ও আন্তার্জাতিক মিডিয়ায় ইসলামের প্রচার ও প্রসারের কাজে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়াও তিনি নানামুখী গবেষণা ও কারিকুলাম কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। আল্লাহ তার অবদান কবুল করুন।


Related Products


0%

মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়

শাইখ মুহাম্মাদ ইবনু সালেহ আল-উসাইমীন

15     15

30%

ইসলামের সচিত্র গাইড

আই. এ. ইবরাহীম

102     146

0%

চিন্তাপরাধ

আসিফ আদনান

190     190

0%

অপরিহার্য শরীয়াহ

শাইখ আব্দুর রাহমান ইবনু সালিহ আল-মাহমুদ

260     260



Warning: Undefined array key "user_remember" in /home/u661805974/domains/sushikkha.in/public_html/view_more.php on line 735

Recent View Product










© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট