যুগ যুগ ধরে তাওহীদের আসমা ওয়াস সিফাত বিষয়ে বিতর্কের সমাধান যে বই থেকে গ্রহণ করবেন, তা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ রচিত “আল আক্বীদা আল ওয়াসিত্বীয়া”। বর্তমান যুগের ইমাম শাইখ সালিহ ইবনে ফাওযান আল ফাওযান বইটির ব্যাখ্যা করে সহজসাধ্য করেছেন।
ইমাম ইবনে তাইমিয়া রচিত আল আক্বীদা আল ওয়াসিতিয়ার ব্যাখ্যাগ্রন্থ শারহুল আক্বীদা আল-ওয়াসিত্বীয়া । ড. সালেহ ইবনে ফাওয়ান আল ফাওয়ান লিখিত এ গ্রন্থটি আক্বীদার গুরুত্বপূর্ণ বই। মূলত তাওহীদ এর মধ্য থেকে শুধু তাওহীদুল আসমা ওয়াস ছিফাত, তাকদীর, ঈমানের বিভিন্ন মাসআলা, আখিরাত সম্পর্কিত গায়েবী বিষয়সমূহ, খিলাফত ও সাহাবীদের ফজিলত এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।