মহান আল্লাহর নিকট মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। ইসলামের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। এই প্রচার ও প্রসারের অন্যতম মাধ্যম হচ্ছে দা’ওয়াত। সুষ্ঠ সমাজ বিনির্মাণে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তা‘আলার দ্ব্যর্থহীন ঘোষণা – ‘আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, যারা মানুষকে কল্যাণের দিকে আহবান করবে ও অন্যায় থেকে নিষেধ করবে। বস্ত্ততঃ তারাই হ’ল সফলকাম’ (আলে ইমরান ৩/১০৪)।
আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক মূল্যবান এই বইটিতে কী আছে । বইটিকে মোট আটটি পরিচ্ছেদে বিভক্ত করা হয়েছে। পাঠকের বোঝার সুবিধার্থে প্রতিটি পরিচ্ছেদের খুবই সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছি, ইনশাআল্লাহ্।
দীন ইসলামের পরিপূর্ণতা পরিচ্ছেদে সৃষ্টিজগতের চিরন্তন রীতি,শারঈ রীতি, ইসলামের পূর্ণাঙ্গতার কতিপয় দিক তুলে ধরা হয়েছে ।
মানব সৃষ্টির তাৎপর্য পরিচ্ছেদে সবচে’ গুরুত্বপূর্ণ অংশ ছিল ইবাদাত ও দাসত্বের মর্মার্থ অংশটুকু। এখানে দাসত্বে পূর্ণতা পাওয়ার পদ্ধতিগুলো সুন্দররূপে তুলে ধরা হয়েছে ।
দীন বিমুখ হওয়ার শাস্তি ও সফলতা অর্জনের পথগুলো তুলে ধরা হয়েছে ইসলামের প্রয়োজনীয়তা পরিচ্ছেদে ।
আল্লাহর দিকে দাওয়াতের গুরুত্ব,মর্যাদা,মূলনীতি,পদ্ধতি,স্তর ,পর্যায় ,ত্যাগ করার শাস্তি সহ আরো অনেক বিষয়ে তথ্যবহুল আলোচনা তুলে ধরা হয়েছে আল্লাহর দিকে দা’ওয়াতের বিধি-বিধান অনুচ্ছেদে ।
আল্লাহর দিকে দাওয়াতদানকারীর বিভিন্ন বিধান সন্নিবেশিত হয়েছে পরের পরিচ্ছেদটিতে।
এবং এই বইয়ের সবচে’ গুরুত্বপূর্ণ পরিচ্ছেদটি হল নবী-রসূলের দা’ওয়াতী মূলনীতি, যা সর্বশেষ পরিচ্ছেদ এই বইয়ের । প্রায় ৪৩ পৃষ্টাব্যপি কুর’আন- সুন্নাহর দলীল আদিল্লাতি পেশ করে সবিস্তরে আলোচিত হয়েছে নবী-রসূলগণের দা’ওয়াতের বিভিন্ন নীতিমালা । একজন জ্ঞানপিপাসু ও দায়ী ইল্লাল্লাহর নিকট অত্র পরিচ্ছেদটি রত্নভান্ডার ও দিকনির্দেশিকা হিশেবে কাজ করবে ইনশাআল্লাহ্ ।