ছলাত একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। ছলাত মানুষকে নােংরা, পাপের কাজ হতে বিরত রাখে (সূরা আল আনকাবূত, আয়াত নং ৪৫)।
কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে, ছলাত আদায় করার পরও আমরা নানারূপ পাপ। ও শরীয়াত বিরােধী কাজ বহাল তবিয়তে করে যাই। এর কারণ হলাে, আমাদের ছলাত সুন্নাত মােতাবেক হয় না।
আলােচ্য পুস্তকাটি পাকিস্তানের আলবানীখ্যাত হাফেয শায়েখ যুবায়ের আলী যাই । রহিমাহুল্লাহ প্রণীত একটি অনবদ্য রচনা। মুহতারাম শায়খের ছলাতের বিতর্কিত বিষয়গুলির উপর সমাধানমূলক পৃথক পৃথক গ্রন্থ রয়েছে। যেমন রফউল ইয়াদাইনের উপর লিখিত নূরুল আইনাইন, জোরে আমীন বলার উপর লিখিত আল-কওলুল মাতীন ইত্যাদি। গ্রন্থগুলি অনূদিত হয়েছে। তন্মধ্যে নূরুল আইনাইন গ্রন্থটি ৭০০ পৃষ্ঠাব্যাপী। যা রফউল ইয়াদাইনের উপর একটি বিশ্বকোষ। তবে এগুলি গবেষক, আলেমদের। জন্য উপকারী। কিন্তু সাধারণ জনগণের জন্য সহজবােধ্য ও সুখপাঠ্য পুস্তক হিসাবে অত্র রচনাটি আমাদের কাছে সর্বাধিক উপযােগী মনে হয়েছে। সুতরাং সর্বসাধারনে উপকারার্থে এটি অনুবাদ করে মুদ্রিত করা হচ্ছে।
Title |
এক নজরে ছ্বলাত |
Author |
হাফেয যুবায়ের আলী যাঈ |
Publisher |
মাকতাবাতুস সুন্নাহ |
Edition |
1 st edition |
Number of Pages |
48 |
Country |
Bangladesh |
Language |
Bengali |
Weight |
20 Gram |
Dimension |
21cm x 15cm x 1cm |