লোয়েন অ্যাশলি একজন উঠতি লেখিকা। ক্যারিয়ারের কানাগলিতে থাকা অবস্থায় অভাবনীয় এক সুযোগ পেয়ে যায় সে। সুযোগটা আসে বেস্টসেলিং লেখিকা ভেরিটি ক্রফোর্ডের স্বামী জেরেমি ক্রফোর্ডের কাছ থেকে। দুর্ঘটনায় আহত স্ত্রীর লেখাগুলো শেষ করে দেয়ার জন্য লোয়েনকে প্রস্তাব দেন তিনি।
ভেরিটির কয়েক বছরের কাজ ঘেঁটেঘুঁটে দেখার জন্য ক্রফোর্ডদের বাড়িতে গিয়ে পৌঁছায় লোয়েন। শুরু করার জন্য কিছু রসদ তো লাগবে। আচমকা তার হাতে এসে পড়ে অকল্পনীয় এক জিনিস। ভেরিটির অগোছালো অফিসে খোঁজাখুঁজি করতে গিয়ে তার অসম্পূর্ণ আত্মজীবনীটা হাতে পেয়ে যায় সে। এ জিনিসটা সম্ভবত গোপন রাখতে চেয়েছিল ভেরিটি।
রুদ্ধশ্বাসে সেটা পড়ে রক্ত হিম করা নানা তথ্য জানতে পারে লোয়েন। বিশেষ করে ভেরিটির মেয়ের মৃত্যুর ব্যাপারে তার স্মৃতিকথা পড়ে পিলে চমকে যায় তার।
জেরেমির কাছ থেকে সেই পাণ্ডুলিপিটা লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় লোয়েন। শোকাহত পিতাকে আরও কষ্ট দিতে ইচ্ছা করল না তার। আস্তে আস্তে জেরেমির প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে সে। অবশেষে বুঝতে পারে, ওনাকে তার স্ত্রীর লেখাটা পড়ানোই দরকার আসলে। কারণ, স্ত্রীর প্রতি দারুণভাবে বিশ্বস্ত তিনি। আর স্ত্রীর কাছ থেকে তাকে দূরে সরিয়ে আনার জন্য এর কোনো বিকল্প নেই।
সময়ের সাথে সাথে রহস্যের বেড়াজালে নিপুণভাবে আপনাকে জড়িয়ে ফেলবে বইটি। বেস্টসেলিং লেখিকা কলিন হুভারের বইটির মাথা ঘুরানো টুইস্টের জন্য আপনি প্রস্তুত তো?
Title |
ভেরিটি |
Author |
কোলেন হুভার |
Publisher |
গ্রন্থরাজ্য |
Edition |
New edition |
Number of Pages |
256 |
Country |
Bangladesh |
Language |
Bengali |
Weight |
490 Gram |
Dimension |
21cm x 15cm x 2cm |