“আমার যে একটা সন্তান আছে, আমি যে সিঙ্গেল মাদার, এই সমাজ কি তা কখনো আমাকে ভুলতে দেবে? আমি কি ভুলে যেতে পারবো সেই স্মৃতি—কেউ যত্ন করে, ভালোবেসে আমাকে ছুঁড়ে ফেলেছিলো?” এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো নয়না।
“ভুল মানুষের কারণে জীবনে অনেক ভুল হয়। সময় আমাদের সব ভুলিয়ে দেয়।”
“ডাক্তার ইশান, জীবনে এমন অধ্যায় থাকে, যা কখনো সময় আপনাকে ভুলতে দেবে না। বরং কালের চক্রে সেসব বারবার আপনার সামনে উপস্থিত হবে।”
“আপনি চাইলে অবশ্যই সম্ভব, মিস সুনয়না। আপনি অনেক অনেক ভালো স্মৃতি তৈরি করে অতীতের খারাপ স্মৃতিগুলোকে আড়াল করে দিতে পারেন। মানুষ চাইলে সব সম্ভব।”
“কিছু জিনিস চাইলেও সম্ভব হয় না। বয়ঃসন্ধিকালের প্রেম এমন ধাতু—আপনি যত পোড়াবেন, তা তত চকচকে হবে। সে আমায় ভালোবেসে পরম যত্নে পুড়িয়েছে অনলে। এ অনল অন্তত কাল জ্বলবে; যতদিন নিঃশ্বাস নিচ্ছি, ততদিন পুড়বো। একবার নিঃশ্বাস বন্ধ হলেই মুক্তি।”
“জীবন যা নেয়, তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয়, মিস সুনয়না। জীবনের সৌন্দর্য হলো ভালো মুহূর্ত—দ্য বিউটিফুল মোমেন্ট অ্যান্ড দ্য বিউটিফুল মেমোরিজ। আপনি চাইলেই খারাপ স্মৃতিগুলো সুন্দর স্মৃতির আড়ালে লুকিয়ে ফেলতে পারেন।”
Title |
অর্ধাঙ্গিনী |
Author |
নুসাইবা ইভানা |
Publisher |
নয়া উদ্যোগ |
Edition |
New edition |
Number of Pages |
354 |
Country |
Bangladesh |
Language |
Bengali |
Weight |
650 Gram |
Dimension |
21cm x 15cm x 2cm |