কোনো দেশ ও জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থার উপর গড়ে উঠে শিশুর চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা। কথায় আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা বিমুখ রাখতে পারলে তাদেরকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ রাখা সহজ হবে। তাই এই নীতির উপর ভিত্তি করে বিধর্মীরা মুসলিম দেশগুলোতে নানা শিক্ষা কর্মসূচি হাতে নেয়। নানা এনজিও এ দেশে গরিব-দুখি মানুষকে ক্ষুদ্রঋণ সাহয্যের নামে সুদের জালে আবদ্ধ করে হারাম রিযক ভক্ষণের সাথে যুক্ত করে রেখেছে। অথচ ইবাদত কবুলের পূর্বশর্ত হলো হালাল খ্যাদ্য গ্রহণ করা। আবার সেখান থেকে প্রাপ্ত সুদের মুনাফা দিয়ে স্বল্প ব্যয়ে স্কুল পরিচালনা করছে তারা। এই সব স্কুলে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম শিক্ষার নামে নাচ-গান-ছবি আঁকা ইত্যাদি অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হচ্ছে, যা একজন মুসলিম শিশুর জন্য মারাত্মক নৈতিকতা ও আকিদা বিধ্বংসী। মুসলিম শিশুরা প্রথমেই চিনবে তার রব্বকে। জানবে তার হুকুম-আহকাম, আদেশ-নিষেধ, ইমান-আকিদা, তাওহিদ-শিরক ইত্যাদি। অতঃপর ব্যক্তি ও পারিবারিক জীবনে এর অনুশীলন করবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নানামুখি হওয়ায় জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডও মুসলিম শিশুদের সঠিকভাবে ইলাহি শিক্ষা দিতে পারছে না। সেকারণ আমাদের ক্ষুদ্র প্রয়াস মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা। এখানে আপনার শিশুকে প্রথমেই শেখানো হবে সৃষ্টিকর্তা ও সৃষ্টজগৎ সম্পর্কে, আদব-আখলাক, আকিদা ও আহকাম ইত্যাদি সম্পর্কে যা একজন প্রাকটিশিং মুসলমানের জন্য জানা অপরিহার্য কর্তব্য। তাই এই ক্ষুদ্র বইটি আপনার এবং আপনার সন্তানের জন্য সংগ্রহে রাখা আবশ্যক একদিন উপোষ থেকে হলেও। আল্লাহ সাহায় হোন-আমিন!
Title |
আদর্শ শিক্ষা (কিতাবুদ দাওয়াহ) |
Author |
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক |
Publisher |
মাকতাবাতুস সালাফ |
Edition |
New edition |
Number of Pages |
152 |
Country |
Bangladesh |
Language |
Bengali,Arabic |
Weight |
350 Gram |
Dimension |
24cm x 20cm x 1cm |