প্রকাশকের কথা
নেতা ও নেতৃত্ব নৌকার মাঝির সঙ্গে তুলনীয়। মাঝিবিহীন নৌকার মতোই সঠিক নেতৃত্বহীন সমাজ ইন্সিত লক্ষ্যে পৌঁছাতে হোঁচট খায়। সংঘবদ্ধতার ধারণা থেকেই সমাজব্যবস্থার গোড়াপত্তন। নেতৃত্ব ছাড়া সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ সমাজব্যবস্থার কাঠামো কল্পনা করা যেতে পারে; কিন্তু বাস্তবে তার কোনো ভিত্তি নেই। জীবনের সর্বক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা খুবই স্পষ্টভাবে দৃশ্যমান। একটি সুন্দর পৃথিবীর জন্য অপরিহার্য শর্ত হলো কার্যকর ও অনন্য নেতৃত্ব। বর্তমান সংকটাপন্ন পৃথিবী সত্যিকারার্থেই কাঙ্ক্ষিত নেতৃত্বের জন্য হাহাকার করছে। বিরাট সম্ভাবনার প্রিয় জন্মভূমি বাংলাদেশও আজ যোগ্য নেতৃত্বের ডাক শুনতে অপেক্ষার প্রহর গুনছে।
সর্বত্রই নেতৃত্বের সংকট ও প্রয়োজনীয়তা নিয়ে অনেক কথা হচ্ছে। সংকট উত্তরণের প্রথম ধাপ নেতৃত্ব সম্পর্কে বিশদ ধারণা ও অধ্যয়ন। নেতৃত্ব কী, কেন ও কীভাবে- খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রচলিত ধারণা নেতৃত্বকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অথচ নেতৃত্ব নামক বিশাল বটবৃক্ষের শত ডালের একটি পাতা রাজনৈতিক নেতৃত্ব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকেই নেতৃত্বের আসনে বসে আছি; কিন্তু অসচেতনভাবে এই অঘোম সত্য উপেক্ষা করে চলি। অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পিএইচডি গবেষক ড. মুনির উদ্দিন আহমেদ (বাদল) নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া বইটিতে নেতৃত্ব সংক্রান্ত মৌলিক কথামালার নির্যাস টেনেছেন। নেতৃত্ব অধ্যয়নে বইটি প্রারম্ভিক যাত্রা মাত্র। লেখক বইটিতে সংকটের সঙ্গে করণীয় বাতলে দিয়ে সমাধানের পথে হেঁটেছেন। বইটি সকল শ্রেণি-পেশার পাঠকদের নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়ার ব্যাপারে দারুণ সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস।
বইটি প্রকাশ করতে পেরে গার্ডিয়ান পাবলিকেশন গর্বিত। সম্মানিত লেখক আমাদের প্রতি আস্থা রেখেছেন বলে আমরা কৃতজ্ঞ। আশা করছি, বইটি বাংলা সাহিত্যে নেতৃত্ববিষয়ক অধ্যয়নের ক্ষেত্রে নতুন মাত্রা এনে দেবে।