শুরুর কথা
মানব সভ্যতা যখন আবিষ্কারের নেশায় মত্ত, ঠিক তখনই আধুনিক মনস্ক পাঠকের মস্তিষ্কের খোরাক স্বরূপ বর্তমান বিশ্বের আলোকে "আধুনিকতার মানদন্ডে জ্যোতির্বিজ্ঞান ও মুসলমান" পুস্তকটির আত্মপ্রকাশ। হাজার হাজার বছর আগে থেকে আজ পর্যন্ত বিজ্ঞানের অগ্রগতির ফসল আমরা অনায়াসেই ভোগ করছি। তবে তারই কিছু অজানা চিত্র পাঠক বর্গের দৃষ্টিগোচর করার জন্য আমার কলম ধরা। পুস্তকটির আলোচ্য বিষয় জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক বিশ্বে মুসলমানদের অবস্থান। আধুনিক জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা তথ্যপ্রযুক্তি ও আবিষ্কারের কথা মাথায় এলেই আমাদের মনের ক্যানভাসে ভেসে ওঠে চেনা পরিচিত পশ্চিমা বিজ্ঞানীদের ছবি। বিজ্ঞানের জগতে তাঁদের অবদান সত্যি অনস্বীকার্য। কিন্তু মধ্যযুগে যাঁদের দ্বারা জ্ঞান-বিজ্ঞানের চরম উন্নতি ঘটেছিল সেই গৌরবোজ্জ্বল ছবি ও বিজ্ঞানের জগতে তাঁদের অবদান এবং বিকৃত ইতিহাসের প্রতিউত্তরে বইটির উপস্থাপনা। শুধু তাই নয় বইটিতে তুলে ধরা হয়েছে আধুনিক সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষের ভয়ঙ্কর কুরুচিসম্পান্ন বাস্তবতার ছবি। আর সব চাইতে চিত্রাকর্ষক বিষয় হল ইসলাম ও মুসলমানদের উৎস, অবস্থান ও পরিণতির কথাও এখানে স্থান পেয়েছে। এই পুস্তকটি রচনা করতে যাঁদের অমূল্য আলোচনা, সমালোচনা ও বই পুস্তকের সাহায্য নেওয়া হয়েছে তাঁনাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইঞ্জিনিয়ার আজিজুল বারি, শাহাদাত হোসেন খান, নুরুল হোসেন খন্দকার, ঐতিহাসিক গোলাম আহমেদ মোর্তজা, মোহাম্মদ আবু তালেব, প্রখ্যাত রাজনীতিবিদ এম আকবর আলী প্রমুখ। এছাড়াও যাঁদের রচনা ও মন্তব্যের সহযোগিতায় আমার এই পুস্তকটি পরিপুষ্ট তাঁদের সকলের কাছে আমি ঋন জ্ঞাপন করছি। তবে মানুষ মাত্রই ভুল করে, মানবীয় দুর্বলতার কারণে এই বইতেও ভুল থেকে যাওয়া একেবারে অসম্ভব নয়। নিশ্চয়ই বইটির মধ্যে যা কিছু ভালো উপস্থাপনা সেটুকুই পাঠকের উপহার। যদি এই নাতি দীর্ঘ পুস্তকটি পাঠকদের চিন্তাভাবনার সুদীর্ঘ পথে নৈরাসের কালো অন্ধকারে কিছুটা হলেও আলো বিকিরিত করতে পারে, তাহলেই হবে আমার শ্রমের সার্থকতা নতুবা নয়।
আধুনিকতার মানদন্ডে জ্যোতির্বিজ্ঞান ও মুসলমান পুস্তকটির উৎকর্ষ বৃদ্ধির জন্য সকল শুধী পাঠকগণের মতামত ও পরামর্শ জানাতে লেখকের উদার আহ্বান।
Title |
আধুনিকতার মানদন্ডে জ্যোতির্বিজ্ঞান ও মুসলমান |
Author |
জাবিবুর পাইক |
Publisher |
প্লাসেন্টা পাবলিকেশন |
ISBN |
9788196883966 |
Edition |
New edition |
Number of Pages |
272 |
Country |
India |
Language |
Bengali |
Weight |
490 Gram |
Dimension |
21cm x 15cm x 2cm |