এ গ্রন্থে প্রথমত রয়েছে জান্নাতের পরিচয়, নামসমূহ,অবস্থান, অল্পতের বিদ্যমান। অবিনশ্বরতা,জান্নাতের সংখ্যা, পরিধি ও স্তরসমূহ, জান্নাতের,অট্টালিকা, তাঁবু ও দরজাসমূহ, জান্নাতের নদ-নদী,ঝর্ণাসমূহ, জান্নাতের মাটি, উদ্যান,পশু-পাখি, জান্নাতের জ্যোতি ও সুগন্ধি এবং জান্নাতের বাজার ইত্যাদির সবিস্তার বিবরণ।
এ গ্রন্থে আরো আছে জান্নাতে আল্লাহর দর্শন লাভ, জান্নাতবাসীদের শয্যা, আসন, খাট ও পারসমূহ জান্নাতবাসীর পোশাক-পরিচ্ছদ ও অলংকারাসি, জান্নাতের হুরগণ, জান্নাতীদের খাদেম, জান্নাতবাসীর খাদ্য-পানীয় ও ফলমূল, জান্নাতীদের নিরাপত্তা ও নে আমতের অবিনশ্বরতা, পার্থিব ও জান্নাতী রিযিকের মধ্যে পার্থক্য ইত্যাদির বিস্তারিত বিবরণ ।
এতে আরো রয়েছে কিয়ামতের পূর্বে জান্নাতে প্রবেশকারীগণ, জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ ব্যক্তিবর্গ, জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তি, বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী দল, পাপী মুমিনদের জান্নাতে প্রবেশ, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের জান্নাতবাসী, জান্নাতে শীর্ষস্থান লাভকারী ব্যক্তিবর্গ, জান্নাতের অধিবাসীদের সংখ্যা, জান্নাতের সর্দারগণ, জান্নাতবাসীদের অবস্থা, জান্নাতীদের আকার-আকৃতি ও প্রকৃতি তাদের গুণাবলী, জান্নাতীদের দাম্পত্য জীবন, জান্নাতী ও জাহান্নামীদের কথোপকথন এবং আরাফবাসীদের অবস্থান ইত্যাদির বর্ণনা।
সবশেষে এতে স্থান পেয়েছে জান্নাত লাভের উপায়সমূহ এবং জান্নাত থেকে সাময়িকভাবে বঞ্চিত হওয়ার কতিপয় কারণ।