দৃশ্যমান এই বিশাল মহাবিশ্বের সকল কিছুই ক্ষণস্থায়ী। কেবল সর্বশক্তিমান আল্লাহ চিরস্থায়ী,চিরঞ্জীব। সেই আল্লাহ আমাদেরকে অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। অতঃপর কিছু মানুষ তাদের কৃত মন্দকর্মের কারণে এই সৌন্দর্য ধরে রাখতে পারেনি। তাদের অন্তর হয়ে গেছে কলুষিত,জরাগ্রস্ত। আর কিছু লোক আছে যারা মহান আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করে নিজেদের সেই সৌন্দর্য অটুট রেখেছেন। মহান আল্লাহর নির্দেশিত সেই পথের সন্ধান যেই মহামানব আমাদেরকে দিয়ে গেছেন,তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ স.।
প্রিয় নবীজী স. এর নির্দেশিত সেই দ্বীন ইসলামের খুঁটিনাটি বিষয়গুলোকে প্রশ্নাকারে পাঠকের হাতে তুলে দেওয়াই ছিল এই অধমের মনোবাঞ্ছা। সেই আকাক্সক্ষা নিয়েই-১২টি প্রামাণ্য হাদীস গ্রন্থ থেকে সহীহ ও হাসান হাদীসগুলোকে বাছাই করে প্রশ্নোত্তরে সাজানো হয়েছে জানা-অজানা অনেক বিষয়।
দ্বীন ইসলামের পথে ছোট্ট এই খেদমত মহান আল্লাহ কবুল করে নিলে আমার জন্য সেটি হবে পরম সৌভাগ্যের বিষয়।
মহান আল্লাহর নিকট আমি কামনা করি,তিনি এই ‘প্রশ্নোত্তরে হাদীস জানি’ বইটিকে কবুল করে নিয়ে এই অধম বান্দা ও এই বইয়ের সকল পাঠকদের নাজাতের ওসীলা করে দিবেন। (আমীন)