Product Specification & Summary


কখনো মসিহ কখনো মারইয়াম, কখনো মাহদি কখনো কৃষ্ণ, কখনো কবি কখনো নবি, কখনো মানুষ কখনো পুরুষ, সব মিলিয়ে বড়ো আজিব এক চিজ, মির্জা গোলাম কাদিয়ানি ‘বেত্তমিজ’। পাকিস্তানে জন্ম নেওয়া মিথ্যাবাদী, নবুওয়তের মিথ্যা দাবিদার মির্জা গোলাম কাদিয়ানিকে ‘বেত্তমিজ’ এর চেয়ে ভালো কোনো বিশেষণ দেওয়া সম্ভব নয়। এই মিথ্যুকের পূর্বেও বেশ কয়েকজন মিথ্যুক নিজেকে নবি দাবি করেছে (নাউজুবিল্লাহ)। মুসাইলামা কাজ্জাব থেকে মির্জা গোলাম কাদিয়ানি। তবে, অন্যান্য মিথ্যাবাদীর চেয়ে মির্জা গোলাম কাদিয়ানি একটু ব্যতিক্রম। প্রত্যেক মিথ্যুকের ইন্তেকালের সাথে সাথে তাদের তৈরি ফিতনা দূরীভূত হয়েছে। কিন্তু মির্জা গোলাম কাদিয়ানির মৃত্যুর পরেও তার অনুসারীদের আস্ফালন ক্রমাগত বাড়ছে। একবিংশ শতাব্দীতে তাই কাদিয়ানি সমস্যা নিয়ে মুসলিম উম্মাহকে বড়ো ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আজকের দিনে এসেও তাই নতুন করে কাদিয়ানি সঙ্কট নিয়ে মুখ খুলতে হচ্ছে। ‘বেত্তমিজ’ গ্রন্থে কাদিয়ানি সঙ্কটের ভেতরে প্রবেশ করা হয়েছে। মুসলমান তরুণদের এই সঙ্কট সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
Title বেত্তমিজ
Author রশীদ জামীল
Publisher গার্ডিয়ান পাবলিকেশনস
Edition New edition
Number of Pages 168
Country Bangladesh
Language Bengali
Weight 350 Gram
Dimension 21cm x 15cm x 1cm

রশীদ জামীল


এই প্রজন্মের শক্তিমান লেখক রশীদ জামীল। যাঁকে তরুণ লেখকদের আইডলও বলা যায়। তরুণদের অনেকেই যাঁর লেখার স্টাইল ফলো করেন। রশীদ জামীল লেখালিখি করছেন ১৯৯৬ খ্রিষ্টাব্দ থেকে। দেশবিদেশের পত্রিকা-জার্নালে লিখেছেন কয়েকশত প্রবন্ধ-নিবন্ধ ও কলাম। ঘুরেছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশ। কঠিন কথা সহজ ভাষায় লিখতে পারা কঠিন একটা কাজ। কিন্তু এই কঠিন কাজটা রশীদ জামীল সহজভাবে করে থাকেন। হুমুল্লাজিনা, ইলাইহিল ওয়াসিলা, জ্ঞান বিজ্ঞান অজ্ঞান, আহাফি, মমাতি, কাচের দেয়াল, বিরাট ওয়াজ মাহফিল, পাগলের মাথা খারাপ, সেদিনও বসন্ত ছিল, মুমিনের নামাজ, সুখের মতো কান্না, একটি স্বপ্নভেজা সন্ধ্যাসহ পঞ্চাশের কাছাকাছি পাঠকপ্রিয় গ্রন্থের রচয়িতা এই লেখক ২০০৮ খ্রিষ্টাব্দে বাংলাদেশের শ্রেষ্ঠ তরুণ কলামিস্ট হিসেবে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করেন। দীর্ঘ দুই দশক ধরে কাছে থেকে দেখা এই লেখকের একটা বৈশিষ্ট্য হলো, তিনি যা ভাবেন এবং বিশ্বাস করেন, তা-ই অকপটে লিখে ফেলেন। এতে কেউ খুশি হয় কেউ করে গালিগালাজ। তখন তিনি তাঁর অন্যতম আরেকটা বৈশিষ্ট্যকে কাজে লাগান। সেটি হলো তিরষ্কার ও তোষামোদ দুটোকেই পাশ কাটিয়ে চলা।


Related Products


40%

ইসলামের নামে জঙ্গিবাদ

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

120     200

28%

এটা সালাফগণের মানহাজ নয়!

শাইখ ড. মুহাম্মাদ বাযমূল

320     449

30%

প্রত্যেক মুসলিমের জন্যে যা জানা অপরিহার্য

মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী

140     200

40%

হে আমার ছেলে

ড. আলী তানতাবী

42     70








© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট