পবিত্র কুরআনে কারিমের বহু আয়াতে, রাসুল সা.-এর অসংখ্য হাদিসে মুমিন বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অনেক ওয়াদা ও সুসংবাদের কথা বর্ণিত রয়েছে। ঘোষিত হয়েছে মুমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় দানের কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমরা আল্লাহর এসব ওয়াদা ও সুসংবাদের কথা ভুলে গিয়ে হতাশার অতল সাগরে হাবুডুবু খাচ্ছি!! দুর্বলতা ও হীনম্মন্যতা আজ আমাদের এতটাই গ্রাস করেছে যে, আমরা নিজেদের সোনালি অতীতের কথাও ভুলে বসেছি!! পাপাচার-অনাচারে ছেয়ে যাওয়া এই পৃথিবীটা যে আমাদের হাত ধরেই পুনরায় ইনসাফে ভরে যেতে পারে, সেই আশাটুকু আজ আমাদের হৃদয়ে জাগে না!! কেন?? আমাদের কী হলো?! আল্লাহর ওপর ভরসা, তাঁর কাছেই সাহায্য ও কল্যাণের আশা করা…এই উত্তম গুণগুলো আমাদের থেকে কোথায় হারিয়ে গেল!!হ্যাঁ, হতাশা আর হীনম্মন্যতার জঞ্জালকে ছুড়ে ফেলে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। নিরাশার উপত্যকা থেকে নিজেদের বের করে আনতে হবে। আল্লাহর ওপর ভরসা করে, তাঁর কাছেই উত্তম আশা রেখে সামনে কদম বাড়াতে হবে। আমরা যদি রব্বুল আলামিনের সাথে আমাদের কৃত প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে পূর্ণ করি, তবেই তিনি তাঁর প্রতিশ্রুতিগুলো পূর্ণ করবেন! আমাদেরকে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি দেবেন—বিজয়ের সুমিষ্ট স্বাদ আস্বাদন করাবেন।
এ বইতে আমি মা ও তার নরম হৃদয়ের কথা বলেছি; বাবা ও তার উষ্ণ ভালোবাসার কথা এনেছি; এনেছি শিক্ষক ও ছাত্রদের প্রতি তার সদয় আচরণের কথা; এনেছি ভাই-ভাইয়ের মধ্যকার ভালোবাসা, স্বপ্ন ও প্রত্যাশা ভাগাভাগি করে নেওয়ার কথা; আরও এনেছি সে বন্ধুর কথা, যার অস্তিত্বের কারণে জীবন হয় সুন্দর ও সুখময় । এখানে যেমন বিবিধ মহৎ কথা তুলে ধরেছি, তেমনই উল্লেখ করেছি আমাদের আশপাশে বিরাজমান বিভিন্ন মন্দাচারের কথাও । বলেছি উদারতার কথা । মানুষের হৃদয়কে ভরিয়ে দেওয়া কল্যাণের কথা । বলেছি কিছু অন্তরের রোগের কথা । বলেছি তার নিরাময়ের কথাও । উদারতার রঙে এ বইতে আমি আশ্চর্য সব কল্পকাহিনি বা অদ্ভুত গালগল্প আনিনি, কিংবা আনিনি কিংবদন্তির আখ্যান; বরং চেষ্টা করেছি সেসব দৃশ্য নিয়ে কথা বলতে, যা আমাদের চারপাশে ঘটে চলেছে, প্রতিনিয়ত আমরা যেসব কিছুর সম্মুখীন হই । আমি বরং ঘটিত ঘটমান সেসব দৃশ্যকে একটি বিশেষ চশমায় অবলোকনের চেষ্টা করেছি—যে চশমার রং ভিন্ন; যা আমার ক্ষুদ্র অভিজ্ঞতার রঙে রঙিন । কোনো প্রসিদ্ধ বা জ্ঞাত বিষয় উল্লেখ করে তাকে একটা কাঠামোতে নিয়ে এসে কিছু উদাহরণ দিয়েছি বা আরও স্পষ্ট করে সেটাকে আলোকপাত করেছি । ঘটনার ভেতরে দেখার চেষ্টা করেছি, সেসব তুলে ধরার প্রয়াস পেয়েছি ।
Title |
জীবনটা সুন্দর হোক উদারতার রঙে |
Author |
শাইখ আলী জাবির আল-ফাইফি |
Publisher |
রুহামা পাবলিকেশন |
Edition |
New edition |
Number of Pages |
180 |
Country |
Bangladesh |
Language |
Bengali |
Weight |
300 Gram |
Dimension |
21cm x 15cm x 1cm |