বক্ষমান পুস্তিকাটি মূলত সৌদি আরবের মাসজিদুল হারাম ও মাসজিদে নববীর রিয়াসাতুল আম্মাহ কর্তৃক প্রকাশিত একটি আরবি লিফলেট। বর্তমান সমসাময়িক বিষয় হওয়ায় বাংলা ভাষাভাষী মানুষের জন্য এর প্রয়োজনীয়তা ব্যাপক। এছাড়াও সমাজে মুহাররম বিষয়ে বিভিন্ন জাল-যঈফ হাদীস কেন্দ্রিক আমল ও বহু বিদ‘আত ছড়িয়ে রয়েছে। তাই মানুষকে মুহাররমের সঠিক আমল জানানো এবং ভ্রান্ত পথ ও বিদ‘আত থেকে সর্তক করার লক্ষ্যে আমরা আমাদের দাওয়াহ প্রজেক্ট হিসেবে পুস্তিকাটির অনুবাদ প্রকাশ করার উদ্দ্যেগ গ্রহণ করেছি। সম্মানিত অনুবাদক শত ব্যস্ততার মাঝেও অনুবাদ সম্পন্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তাঁকে উত্তম প্রতিদান দান করুন।