আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই উম্মতের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে থেকে প্রতি ১০০ বছরের মাথায় তাঁর এই দ্বীনকে সংস্কার করার জন্য এবং এই দ্বীনকে সমস্ত শিরক ও বিদআত মুক্ত করার জন্য মহান আল্লাহ মুজাদ্দিদ প্রেরণ করবেন। এটা এই নবী ও উম্মতের বৈশিষ্ট্য। অর্থাৎ অন্যান্য আস্মিয়া (আঃ) যখন পৃথিবীতে থেকে চলে যেতেন তখন তাদের উম্মতেরা কিছুদিন পর তাদের রেখে যাওয়া দ্বীনকে বিকৃত করে ফেলত। তাঁরা পর্যায়ক্রমে শিরক, বিদআতের দিকে ধাবিত হত। তারা তাওহীদ থেকে সুন্নাহ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু পরবর্তীকালে মহান আল্লাহ আর একজন নবী পাঠাতেন ওই নবী এসে আবার দিনকে শিরক, বিদআত মুক্ত করার চেষ্টা করতেন। কিন্তু এই নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ আর কোন নবী-রাসূলদের পাঠাবেন না এজন্য মহান আল্লাহ এই উম্মতের প্রতি শতাব্দীর মধ্যে এমন ব্যক্তি পাঠাবেন যেই ব্যক্তিটা শিরক এবং বিদআতকে উৎখাত করে তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করবেন।
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شَرَاحِيلَ بْنِ يَزِيدَ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِيمَا أَعْلَمُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ الإِسْكَنْدَرَانِيُّ لَمْ يَجُزْ بِهِ شَرَاحِيلَ .
(আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ এই উম্মাতের জন্য প্রতি একশত বছরের শিরোভাগে এমন লোকের আর্বিভাব ঘটাবেন, যিনি এই উম্মাতের দ্বীনকে তার জন্য সঞ্জীবিত করবেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আব্দুর রাহমান ইবনু শুরাইহ আল-ইসকান্দারানীও এ হাদীস বর্ণনা করেছেন, কিন্তু তিনি শারাহীল-এর অতিরিক্ত বর্ণনা করেননি।) [আবু দাউদ ৪২৯১]
Title |
শতগুনে নবীজি (সা:) |
Author |
মাহমূদ আকমান |
Publisher |
সুশিক্ষা পাবলিশার |
Edition |
2nd edition |
Number of Pages |
186 |
Country |
India |
Language |
Bengali |
Weight |
400 Gram |
Dimension |
21cm x 15cm x 1cm |