বিজ্ঞানের বর্তমান এই যুগে অনেকেই তাবিজ, তন্ত্র-মন্ত্র বিশ্বাস করেন না। অনেকে আবার বিশ্বাস করে উপকারও পেয়ে থাকেন। তাবিজ তন্ত্র-মন্ত্রের সাহায্যে কেউ উপকার পেয়েছে এমন সংবাদ শুনে অনেকে হাসি-ঠাট্টা-বিদ্রুপ করে থাকেন। তাবিজ, তন্ত্র-মন্ত্র অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমি অনুরােধ করবাে আপনারা একে হেয়। জ্ঞান করবেন না।
যারা এই শাস্ত্র বিশ্বাস করেন তাদের কাছে আমার অনুরােধ আমার এই গ্রন্থের তাবিজ ও মন্ত্রনাদি ঠিক মতাে নিয়ম অনুসরণ করে নিষ্ঠার সাথে প্রয়ােগ করে পরীক্ষা করে দেখুন। আমি নিজে অনেক পরিশ্রম করে দুর্লভ গ্রন্থ সংগ্রহ করে তা থেকে সংকলন করেছি। আমি নিজে প্রয়ােগ করে অনেক আমল পরীক্ষা করে দেখেছি এবং যথাযথ উপকারও পেয়েছি।
কোন গুরুতর আমল ও তাবিজের জন্য বিশেষ অভিজ্ঞ কামিল ও বুযুর্গ আলিম, উস্তাদু অথবা পীর মাশায়েখ এর নিকট হতে অনুমতি লাভ করে নেয়া উত্তম। এতে তাদের নিকট হতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে প্রয়ােজনীয় উপদেশ পাওয়া যাবে এবং আবদ্ধ কার্যে আশানুরূপ ফল দর্শিবে। আমি অত্র কিতাবের। সংকলক সকল পাঠককে ভালােকাজের জন্য এজাজত দিলাম । আমার বিশ্বাস এই গ্রন্থে লিখিত নিয়মে তাবিজ কবজ করলে ভালাে ফল পাবেন। জনসমাজে ও তান্ত্রিকদের নিকট বইটি সমাদৃত হলে আমার শ্রম সার্থক হবে।
পরিশেষে মহান আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে কবুল করেন। এবং তাবিজ কবজকারীদের মনের নেক আশা পুরন করেন। সাথে সাথে আল্লাহ যেন আমাকেও কবুল করেন। আমিন।
Title |
আদি ও আসল লজ্জাতুন্নেছা তাবিজের কিতাব(১-৭০খণ্ড একত্রে) |
Author |
|
Publisher |
সকল |
Edition |
1 st edition |
Number of Pages |
960 |
Country |
Bangladesh |
Language |
Bengali, Arabic |
Weight |
750 Gram |
Dimension |
21cm x 15cm x 3cm |