সম্মানিত পাঠক!
তরজমাতুল কুরআন হাতে নেওয়ার আগে ভেবে দেখুন আপনি কি পড়তে যাচ্ছেন। এটি মানুষের রচিত কোন গ্রন্থ নয় । এটি দীর্ঘ ২৩ বছর ধরে আল্লাহ প্রেরিত কুরআনী ওহী সমূহের সমষ্টি। এটি বিশ্বাসী হৃদয়ের জীয়নকাঠি। অবিশ্বাসী হৃদয়ের চাবুক। এটি মানুষের চলার পথে ধ্রুবতারা। এটি হতাশ হৃদয়ে আলোর দ্যুতি। এটি মুসলিম উম্মাহর জীবন বিধান। একে কেন্দ্র করেই বিশ্বাসী সম্প্রদায় বেঁচে থাকে। যতদিন মুসলিম উম্মাহ কুরআনের বাহক ও অনুসারী থাকবে ততদিন তাদের উন্নতি ও অগ্রগতি অব্যাহত থাকবে।
কুরআন মানবজাতির অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ বর্ণনা করেছে। সেখান থেকে শিক্ষণীয় বিষয় তুলে ধরেছে। যাতে মানুষ বর্তমান জীবনে পথ না হারায় এবং ভবিষ্যতে নির্ভুল পথ নির্দেশ লাভ করতে পারে। আদম সন্তানের চরিত্র সকল যুগেই সমান। তাই কুরআন মানব জীবনের এক বাস্তব বাণীচিত্র।
অনেক অমুসলিম ও সেকুলার মুসলিম কুরআনে অনুবাদ করেছেন। কিন্তু তারা কুরআনের বিধান মেনে চলেননি আমরা তাই সেফ অনুবাদক নয় বরং কুরআনের আলোকে জীবন গড়ায় বিশ্বাসী। যতদিন দুনিয়া থাকবে ততদিন কুরআন থাকবে এর একটি নুক্তা হরফ পরিবর্তিত হবে না বা বিলুপ্ত হবে না। কেননা কুরআন ব্যতীত অন্য কোন ইলাহী গ্রন্থ নেই যা মানুষকে নিয়ে সত্যের সন্ধান দিবে।
বাংলাভাষী ভাই-বোনদের কাছে কুরআনী সুধা পরিবেশন এর গুরুদায়িত্ব নিয়ে আমরা এ পথে পা বাড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ্ আল্লাহ তাআলা আমাদের তাওফীক দিয়েছেন।