তহাফাতুল ফালাসিফা ইমাম গাজ্জালী (রহ.) এর শ্রেষ্ঠ রচনা। এই গ্রন্থখানি দর্শন বিভাগের পাঠ্য পুস্তক হিসাবে রয়েছে। এই গ্রন্থখানি খুবই উচ্চ পর্যায়ের দর্শন। বিশেষ করে দর্শনের ছাত্রদের জন্য এই গ্রন্থখানি খবুই গুরুত্বপূর্ণ।
এছাড়া যারা নাস্তিক্যবাদীর অন্ধকারে ডুবে আছে, তাদের হেদায়েতের জন্য এই গ্রন্থখানি অসাধারণ ভুমিকা রাখবে। সাধারণ লােক অনেক ক্ষেত্রেই এর বিষয় বােধগম্য নাও হতে পারেন। কিন্তু গভীর মনোেযােগর সাথে এই গ্রন্থ অধ্যয়ন করলে আশা করি তারাও এর মর্মার্থ বঝুতে সক্ষম হবে। আল্লাহ তায়ালা এই খেদমতকে কুবল ও মঞ্জুর করুন এবং আল্লাহ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিদ পথে আমাদের সকলে অটুট রাখুন। আমিন।