"এসলাহে নফস" বইটির সম্পর্কে কিছু কথা:
নফসের সমস্ত খারাপ খাছলতগুলি দূর করাই হচ্ছে এসলাহে নফস। কিভাবে নফসের এসলাহ করা যায় তা গভীর মনােযােগের সাথে এই গ্রন্থ অধ্যয়ন করলে আশা করি তারাও এর মর্মার্থ বঝুতে সক্ষম হবে। গ্রন্থখানি সম্পাদনার বিষয়ে যথেষ্ট ভূমিকা রেখেছেন আমার শ্রদ্ধেয় আব্বাজান কেবলার স্নেহভাজন খলিফা আল্লামা সাজ্জাদ হােসেন রনি চিশতী। তাই তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তায়ালা আমাদের এই খেদমতকে কুবল ও মঞ্জুর করুন এবং আল্লাহ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে আমাদের সকলে অটুট রাখুন। আমিন।