গত শুক্রবার পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও অধ্যাপক ডা. ওসমান গনী ইন্তেকাল করেছেন। ইসলামের ইতিহাস নিয়ে তিনি প্রচুর বই লিখেছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও উনার বই খুব জনপ্রিয়। ইসলামের ইতিহাস নিয়ে অনেক বিখ্যাত ইংরেজি, আরবি বইয়ের বাংলা অনুবাদ হচ্ছে। তবে একটা সময় বাংলাতে এই বিষয়ে কোন বইই ছিল না বলা চলে। ওসমান গনীর বইগুলোই ছিল বাংলা পাঠকদের ইসলামের ইতিহাস সম্পর্কে জানার একমাত্র সম্বল। তিনি নিষ্ঠার সাথে এই দায়িত্ব সামলেছেন। নবীজীর জীবনী, চার খলিফার জীবনী, খিলাফতের ইতিহাস নিয়ে অনেক বই লিখেছেন। এছাড়াও উনার লেখা ইসলামি বাংলা সাহিত্য ও বাংলার পুঁথি, ইসলাম ও রবীন্দ্রনাথ এবং কোরআনের বাংলা অনুবাদ বইগুলো অনেক জনপ্রিয়।
ডা. ওসমান গনী ১ আগষ্ট ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। আরবি ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে তিনি এমএ করেন। কলকাতা বিশ্ব বিদ্যালয়ে পিএইচডি করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ডি-লিট ছিলেন তিনি। এছাড়াও বহু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। ছিলেন রামতনু লাহিড়ী স্কলার, ইউজিসির সিনিয়র রিসার্চ ফেলো। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন, ওয়াকফ বোর্ড, যোজনা কমিশন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড মেম্বারও ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অধ্যাপনাকালেই তাঁর খ্যাতি ছড়িয়েছিল চারদিকে। [তথ্যঃ পুবের কলম]
তাঁর সম্বন্ধে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘ওসমান গনী পিএইচডি, ডি-লিট, আমার অন্যতম প্রিয় ছাত্র। আরবি, ফারসি, উর্দু, বাংলা ও ইংরেজিতে সুপণ্ডিত।’ ভাষাবিদ ড. সুকুমার সেনও ওসমান সম্বন্ধে প্রশংসা করেছেন। তিনি লিখেছিলেন, ‘ওসমান গনীর অসাধারণ লেখনি বিষয়বস্তুর যুক্তিতে ও চিন্তার যুক্তিতে এবং আপন মৌলিকত্বে ইসলামকে স্থান-কাল-পাত্রভেদে সংকীর্ণতার সীমান্ত পার করিয়ে গণ্ডিত্তীর্ণ করিতে সক্ষম হইয়াছে।’
উনার লেখা কয়েকটি বই আমি পড়েছি। সহজ সরল সুন্দর বাংলায় লেখা। প্রচুর বই লিখেছেন। তারমধ্যে কিছু জনপ্রিয় বই – মহানবী, হযরত আবুবকর, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনী, হযরত আলী, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, স্পেনের মূর খেলাফত, মিশরের ফাতেমিয়া খেলাফত, তুরস্কের ওসমানিয়া খেলাফত, ইসলামী বাংলা সাহিত্য ও বাংলার পুঁথি, ইসলাম ও রবীন্দ্রনাথ, চরিত্র ও সমাজ গঠনে কোরান শরীফ, জীবন দর্পণ, পবিত্র কোরয়ানের দর্শন, ইসলামের চিন্তা ও চেতনার ক্রমবিকাশ, পবিত্র কোরয়ান সামাজিক সংবিধান, কোরয়ান সন্ধ্যানে, ইসলাম ও নারী সমাজ, চলার পথে ইসলাম ও ইসলামী দর্শন, কাব্যকুসুম, কাব্যকুঞ্জ।