রিজিক বৃদ্ধির মতো বয়স বৃদ্ধিরও অনেক আমল রয়েছে। এগুলোর মাধ্যমে বরকত লাভের পাশাপাশি সত্যিকার অর্থেই বয়স বৃদ্ধি করা সম্ভব। বয়স বৃদ্ধির উপায় বইতে কুরআন, সহীহ হাদীস এবং সালফে সালেহীনদের নির্ভরযোগ্য বাণীসমূহ দ্বারা বয়স বৃদ্ধির উপায়গুলো সংকলন করা হয়েছে। যারা জীবন নিয়ে শঙ্কায় ভুগছেন, কাজে কর্মে বরকত পাচ্ছেন না, তাদের জন্য এই বইটি উপজীব্য হবে ইনশা আল্লাহ্।