সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য, যিনি মানুষকে শুধু তাঁরই ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মােস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অসংখ্য দরূদ ও সালাম, যার উসিলায় আমরা আমলের ইলিম পেয়েছি। এবং যা দ্বারা পরকালে মুক্তি পেতে পারি। ইসলামের মহান আদর্শ আমাদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা অনেক কাজে ইসলাম বিরােধী লােকদেরকে অনুকরণ করতে শিখেছি। বিশেষ করে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের অনেকেই ইসলামের আধ্যাতিক রীতি নীতি হতে দূরে সরে পরতেছেন। এ ছাড়া যারা ইসলামের পথে আছেন তারা বাজারের বিভিন্ন রকম ভুল তথ্য যুক্ত বই পুস্তক পড়ে বিপদগামী হচ্ছেন। আমরা নিজেরা ও আমাদের বাচ্চাদের জ্বীন ভুত দৈত্য দানব ইত্যাদি কল্পিত কাহিনীর গল্প পড়তে দেই এবং শােনাই, যার মধ্যে শিক্ষনীয় কোন বিষয় তাে থাকেই না অনেকাংশে ক্ষতিরই আশংকা থাকে। তাই সবদিক বিবেচনা করে, মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) এর শিক্ষনীয় কিছু গল্প দিয়ে এ গ্রন্থটি সংকলন করেছি।