মানব জীবনের আসল রূপ
ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মানব জীবনের দৃষ্টান্ত হল, তীব্র বাতাসে রাখা একটি কুপি বাতির ন্যায়। কেউ প্রথম রজনীর বাতি, আবার কেউ শেষ রজনীর। যুবক-যুবতী হল প্রথম রজনীর বাতি আর বৃদ্ধ-বৃদ্ধা শেষ রজনীর । তীব্র বাতাসে রাখা বাতি, প্রথম রজনীর হােক আর শেষ রজনীর, তাতে কোন তফাত নেই, যে কোন মুহূর্তে যে কোন একটা নিভে যেতে পারে। এটাই মানব জীবনের আসল রূপ। | দুনিয়াতে জীবন প্রদীপের কোন ভরসা নেই। এক পলকে তা নিভে যেতে পারে। জীবন প্রদীপ নিভে গেলে পৃথিবীর সব মায়া ত্যাগ করে পরজগতে চলে যেতে হয়। যেমন কবি বলেন:
দেখ রােদনকারীর চোখ বেয়ে অশ্রু ঝরে,
মাটির সাথে মিশে যায়, চক্ষু যখন বন্ধ করে এমনই মানব জীবনের রূপ।
এক আশেকে এলাহী বলেন, মৃত্যু ব্যতিত এ দুনিয়ার এক পয়সাও মূল্য নেই। দুনিয়ার মূল্য তাে এ জন্যই যে, এখানে মানুষের মৃত্যু লাভ হয়। মৃত্যুর মাধ্যমে জান্নাতীরা জান্নাতে যাবার সুযােগ পায়। জান্নাত লাভের যত আশাই মানুষের অন্তরে থাকুক না কেন, তা দুনিয়ার মরণ ব্যতীত তা সম্ভব নয়।
Title |
কুরআন-হাদীসের আলোকে চোখে দেখা কবরের আযাব |
Author |
মাওলানা তারিক জামিল |
Publisher |
রাবেয়া বুক হাউস |
ISBN |
9789849219521 |
Edition |
2 ND EDITION |
Number of Pages |
396 |
Country |
Bangladesh |
Language |
Bengali |
Weight |
350 Gram |
Dimension |
21cm x 15cm x 2cm |