ঈমান এর দূর্বলতা ও সমাধান বিষয়ক গ্রন্থ। লেখক সম্পর্কে বলার কিছুই নেই। ইলমের জগতে অনেকেই উনার সম্পর্কে জানেন।
যাদের ঈমানের দূর্বলতা নিয়ে প্রচণ্ড অভিযোগ, হতাশা রয়েছে তাদের জন্য সবচেয়ে পছন্দের কিতাব হতে পারে। কিতাবের বর্ণনা এতো সাবলীল যে, পাঠক মুগ্ধ হয়ে পড়বে। চাইবে যেন বই তাড়াতাড়ি শেষ না হয়ে যায়।
বইটি তাদের জন্যও প্রচন্ড উপকারী যাদের আমল মাঝে মধ্যেই কমে যায়। ফেনতায় পতিত হয়ে যারা ছন্নছাড়া হয়ে যান তাদের জন্য পিপাসা দূর করতে সাহায্য করবে। গুনাহ বার বার হচ্ছে, গুনাহ থেকে কিছুতেই বেরুতে পারছেন না……….এমন মানুষের জন্য বইয়ের প্রতিটা পৃষ্ঠা পড়ে মনে হবে…….যেন আমার জন্যই এটা লেখা হয়েছে।
যেহেতু ঈমান বাড়া কমার ব্যাপারটি সর্বজনীন থেকে সত্য। তাই, সব শ্রেণীর মানুষের জন্য কিতাবটি হতে পারে অন্তরের চিকিৎসা।
শায়েখ কিতাবকে তিন ভাগে ভাগ করেছেন। দূর্বল ঈমানের বহিঃ প্রকাশ, ঈমানের দূর্বলতার কারন এবং দূর্বল ঈমানের চিকিৎসা।
গুনাহের কারনে অন্তরে যে ধরনের কাঠিন্যতা সৃষ্টি হয় তার অনেকগুলো আলোচনা করেছেন। ইবাদাতে মন না বসা, আনুগত্য ও ইবাদাতে শৈথিল্যতা, মেজাজের ভারসাম্যহীনতা, কোরআন এর আয়াত দ্বারা প্রভাবিত না হওয়া, কথা ও কাজে গরমিল থাকা, দীনের কাজের ব্যাপারে দ্বায়িত্ব না রাখা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা সহ বেশ কিছু ঈমানের দূর্বলতা নিয়ে আলোচনা করেছেন।
প্রত্যেক সমস্যার ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোচনা আর সালেহীনদের উদ্ধৃতি অন্তরে প্রচন্ড প্রভাব ফেলে যেন মনে হয় আমার ব্যাপারেই আলোচনা হচ্ছে।। বই পাঠককে তার সাথে বেধে রাখবে আর প্রত্যেক বিষয়বস্তু বারবার পড়তে ইচ্ছা করবে।
এরপর একই ভাবে কারনসমূহ আলোচনা এবং এসবকিছুর চিকিৎসা পুরো কিতাবে পাঠককে একই ভাবে নাড়া দিবে। বিশেষ করে ঈমানের দূর্বলতার চিকিৎসা বিষয়ে যে আলোচনা হয়েছে………তা পাঠক হৃদয়ে গেথে নিতে চাইবে।
কারো মনে হতে পারে বেশি বলা হচ্ছে। ব্যাপারটি এরকম নয়। পুরো কিতাব কোরআন আর হাদিসের উদ্ধৃতি দিয়ে পরিপূর্ণ।
যারা ঈমান ও আমল সমৃদ্ধ করার ব্যাপারে আগ্রহী তাদের জন্য বইটি খুব উপকারে আসবে ইনশা আল্লাহ।