আল্লাহর অশেষ রহমতে আমরা সঊদী আরবের প্রখ্যাত ইসলামী বিদ্বান ও সুপ্রসিদ্ধ ফৎওয়া ওয়েবসাইট www.islamqa.com-এর কর্ণধার মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (জন্ম : রিয়ায, ১৯৬০ খ্রিঃ) রচিত ‘অন্তরের আমল সমূহ’ (سلسلة أعمال القلوب) সিরিজের ২নং পুস্তক النفاق -এর বঙ্গানুবাদ সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাম্দ। ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীক’-এ ধারাবাহিকভাবে (জানুয়ারী-মার্চ ২০১৫ খ্রিঃ) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এ গুরুত্বপূর্ণ পুস্তকে সম্মানিত লেখক মুনাফিকীর পরিচয়, প্রকারভেদ, সালাফে ছালেহীনের নিফাকের ভয়, মুনাফিকদের চরিত্র-বৈশিষ্ট্য এবং এ থেকে বাঁচার উপায় অত্যন্ত সংক্ষেপে ও সাবলীল ভাষায় বর্ণনা করেছেন।
মুনাফিকী মানব চরিত্রের এক নিকৃষ্ট স্বভাব। এটি মনের রোগ। এ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি প্রতারণা, আমানতের খেয়ানত, মিথ্যা ও অঙ্গীকার ভঙ্গের মত মারাত্মক দোষে দুষ্ট থাকে। বর্তমান সমাজকে যে ব্যাধিগুলো কুরে কুরে খাচ্ছে। বাহিক্যভাবে মুনাফিক নিজেকে সৎ হিসাবে যাহির করলেও তার ভিতরে বিরাজ করে এক ঘৃণ্য মানসিকতা। ফলে তার সৎ আমলগুলো ধ্বংস হয়ে যায়। জাহান্নামের সর্বনিম্ন স্তরে হয় তার ঠিকানা (নিসা ৪/১৪৫)। এজন্য সালাফে ছালেহীন মুনাফিকী থেকে সর্বদা সতর্ক থাকতেন। কুরআন মজীদে মুনাফিকদের স্বভাব-চরিত্র সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা এসেছে। এমনকি ‘আল-মুনাফিকূন’ নামে একটি সূরা পর্যন্ত নাযিল হয়েছে। ওহোদ যুদ্ধে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের ন্যাক্কারজনক ভূমিকা ইসলামের ইতিহাসে একটি কলংকজনক অধ্যায় রচনা করেছে। সেজন্য মুনাফিকী সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। আশা করি এ বইটি সে অভাব পূর্ণ করবে এবং এ ঘৃণ্য স্বভাব থেকে বেঁচে থাকতে সহায়তা করবে।
জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করে আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি ‘হাদীছ ফাউন্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুখপাঠ্য হিসাবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।
এ বইয়ের মাধ্যমে মুনাফিকীর স্বরূপ অবগত হয়ে মানুষ তা থেকে বিরত থাকার মাধ্যমে অন্তরের পরিশুদ্ধতা অর্জন করলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন!