মাসঊদুর রহমান নূর

লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসীতা গ্রামে নিজ বাড়িতে জন্ম গ্রহণ করেন। পিতার নাম হাফেয মাহমুদুল হাসান মাদানী, ম
View More

লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসীতা গ্রামে নিজ বাড়িতে জন্ম গ্রহণ করেন। পিতার নাম হাফেয মাহমুদুল হাসান মাদানী, মাতার নাম রোকেয়া বেগম। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা (নরসিংদী) থেকে ২০০৩ সালে কামিল (হাদীস) পরীক্ষায় অংশ নিয়ে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। দাখিল পরীক্ষার আগে-পরে কুরআন কারীমের হিফ্য সম্পন্ন করেন। ২০০৬ সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরীয়া অনুষদে অনার্স (লিসান্স) কোর্সে ভর্তি হন এবং ২০১০ সালে এমফিল গবেষণায় নিযুক্ত হন। একই সাথে নিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেন। তার গবেষণার বিষয় ‘তাহক্বীক্ব: হাক্বায়েক্বুল মানজুমাহ্ আন-নাসাফিয়্যাহ্’। আরবী থেকে বাংলায় তার অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে, ‘আদর্শ মুসলিম’, ‘আদর্শ মুসলিম নারী’, ‘মহিলা মাসাইল’ ও ‘সহজ তাওহীদ’। ‘রিয়াদুস সালেহীন’র অত্র অনুবাদের পর তিনি ইতোমধ্যে কুরআন কারীমের সরল-সাবলীল অনুবাদও সম্পন্ন করেছেন। বর্তমানে ইলমে দীনের উপর রচিত গুরুত্বপূর্ণ আরো বেশকিছু গ্রন্থের অনুবাদকর্মে তিনি নিয়োজিত আছেন।
Iphone-spinner-2





© SUSHIKKHA.IN




× সকল বই ডিসকাউন্ট বই রিকোয়েস্ট